Thursday, June 11, 2015

প্রবল বর্ষণে রাজধানীজুড়ে তীব্র যানজট:টাইমনিউজ

প্রবল বর্ষণে রাজধানীজুড়ে তীব্র যানজট স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ জুন, ২০১৫ ১৬:০৩:৫৯ টানা তাপদাহের পর বুধবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি তাপদাহের তীব্রতা কমালেও, এর থেকে সৃষ্ট জলাবদ্ধতা রাজধানীবাসীকে করেছে নাকাল। আর প্রবল বর্ষণের ফলে রাজধানীজুড়ে বিভিন্ন সড়কে জমে থাকা পানিতে সৃষ্ট যানজট বাড়িয়েছে ভোগান্তি। সংসদ ভবন
এলাকায় বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই আশেপাশের সব রাস্তায় যানজট লেগে যায়। এছাড়া ফার্মগেট সংলগ্ন খামারবাড়ি এলাকায় রাস্তায় পানি জমে রয়েছে। যে কারণে পথচারীদের হাঁটতে সমস্যা হচ্ছে।   গুলশান-২’র কালাচাঁদপুর ৭৪/ক সড়ক থেকে বারিধারা-নর্দ্দা এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তায় হাঁটুর ওপর পানি জমেছে। খুব প্রয়োজন ছাড়া ওই এলাকার কেউ রাস্তায় বের হননি। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের আশপাশের এলাকা পল্টন, আরামবাগ হাঁটু পানিতে ডুবে রয়েছে। আগারগাঁও এলাকার রাস্তায় পানি না থাকলেও যানবাহন কম থাকায় সাধারণ মানুষকে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এদিকে হাতিরঝিল এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। হাতিরঝিলের পাশের সড়ক রামপুরার রাস্তায় তীব্র যানজট। এতে সাধারণ মানুষকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবল প্রবাহে সারাদেশে বুধবার দিবাগত রাত থেকে অস্বাভাবিক ভারী বর্ষণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার (মি.মি.)বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া ময়মনসিংহে  ৯৮ মিলিমিটার, রংপুরে ৯৩ মিলিমিটার, দিনাজপুরে ৮১ মিলিমিটার, সৈয়দপুরে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন প্রবল বৃষ্টিকে অস্বাভাবিক মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ১৭ জুন বুধবার পর্যন্ত কখনো থেকে থেমে, কখনো একটানা এমন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ১৮ ও ১৯ জুন আবহাওয়া কিছুটা শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও এর পর ফের চেপে বসবে বৃষ্টি। জেআই  

No comments:

Post a Comment