Monday, January 12, 2015

একরাম হত্যায় আওয়ামী লীগ নেতা আদেল ও মিস্টার কারাগারে :Natun Barta

ফেনী: ফেনীর আদালতে আত্মসমর্পণ করেছেন বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার পলাতক আসামি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আদেল ও পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার। সোমবার বেলা ১২টার দিকে তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক আলমগীর মো. ফারুকী জামিন আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর
আদেশ দেন। গত বছরের ২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌর কাউন্সিলর আবদুল্লাহিল মাহমুদ শিবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনির ছেলে আবিদ সহ ৩১ জন কারাগারে রয়েছেন। আদেল-মিস্টারসহ ৫১ জনের নাম উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আদালতে চার্জশিট দাখিল করেন। নতুন বার্তা/এএস/জবা


No comments:

Post a Comment