Wednesday, March 18, 2015

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি বিকল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা:Time News

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি বিকল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভোলা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৮ মার্চ, ২০১৫ ০৯:৫৬:৫৭ ভোলা-লক্ষীপুর রুটে দুটি ফেরির মধ্যে একটি ফেরি বিকল হয়ে যাওয়ায় গত ৫ দিন ধরে দুই পারে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে করে এক দিকে যাত্রীরা যেমন অসহনিয় দুর্ভোগে পড়েছেন, তেমনি দূরপাল্লার পন্যবোঝাই ট্রাক শ্রমিকরা রয়েছে মহা বিপাকে। বিশেষ করে গরমে তরমুজ, শষাসহ কাঁচা মাল পচে নষ্ট হয়ে যাওয়ায় ব্যবস
ায় লাখ লাখ টাকা লোকসান হওয়া আশংকা করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভোলার সাথে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষীপুর রুট। এ রুটে প্রতিদিন শতশত বাস ট্রাকসহ পন্যবাহী যানবাহন চলাচল করে। কিন্তু বিআইডব্লিউটিসি যানবাহন পারাপারের জন্য দিয়েছে মাত্র ২টি ফেরি। এর মধ্যে ফেরি কিষাণী গত ১৪ মার্চ হঠাৎ বিকল হয়ে যায়। তার পর থেকে কনকচাপা নামক ফেরিটি যাত্রী পারাপার করছে। একটি মাত্র ফেরি চলাচলের কারণে ভোলার ইলিশা ফেরি ঘাট ও লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটের দুই পাড়ে শত শত যানবাহন আটকে রয়েছে। সরেজমিনে ভোলার ইলিশা ফেরি ঘাটে গেলে দেখা যায়, এক কিলোমিটার র্দীঘ যানবাহনের লাইন। বরিশাল অপসোসিন কোম্পানির ঔষধ নিয়ে আসা ট্রাক ড্রাইভার মনির হোসেন জানান, তিনিও ৪ দিন ধরে ইলিশা ঘাটে বসে আছেন। কিন্তু র্দীঘ জটের কারণে ফেরিতে উঠতে পারছে না। তার উপর ফেরি ঘাটে চাঁদাবাজী হচ্ছে বলে অভিযোগ করেন কামাল উদ্দিন। নাম প্রকাশে অনিচ্ছুক অপর একাধিক ড্রাইভার অভিযোগ করেন, স্থানীয় যুবক মিন্টু ও আশিক মেম্বারের নেতৃত্বে কতিপয় যুবক ট্রাকের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে। আবার আগে ফেরিতে উঠিয়ে দেয়ার কথা বলেও অনেকে ঘুষ নেয়। ড্রাইভারদের অভিযোগ টাকা না দিয়ে ফেরিতে গাড়ি উঠাতে অনেক সময় লাগিয়ে দেয়। অনেক ট্রাক শ্রমিকের খাবারের টাকাও প্রায় শেষ হয়ে গেছে। বিআইডব্লিউটিসি’র ভোলা ফেরি সার্ভিসের সহকারী ব্যবস্থাপক সিহাব উদ্দিন জানান, ১৪ মার্চ থেকে ফেরি কিষাণী নষ্ট হয়ে যাওয়ায় একটি মাত্র ফেরি চলছে। কিষাণী ফেরির প্রপালসন ইউনিট নষ্ট হয়ে গেছে। তারা মেরামতের চেষ্টা করছে। তবে কবে নাগাদ ফেরিটি চালু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি। এআর


No comments:

Post a Comment