Monday, March 9, 2015

বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি টাইগারদের:Time News

বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি টাইগারদের স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ০৯ মার্চ, ২০১৫ ১৩:৩০:০০ দীর্ঘ ১৬ বছর ধরে বিশ্বকাপে খেললেও বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেনি। অবশেষে সেই বাধা পার করে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার অ্যাডিলেডে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ। এই স্কোর করতে সাতটি চার ও দুটি ছক্কায় হাঁকান তিনি। এ
ই সেঞ্চুরির মাধ্যমে শুধু বিশ্বকাপে সেঞ্চুরির করার রেকর্ডই করেননি মাহমুদুল্লাহ। নিজের ওয়ানডে ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বিশ্বকাপে সেঞ্চুরি করতে পারেননি। গত ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের ৯৫ রানের ইনিংসটি হয় সর্বোচ্চ স্কোর। অবশ্য সেদিন এলবিডব্লিউ'র ফাঁদে পড়ায় সেঞ্চুরি করতে পারেননি টাইগার ওপেনার। এর আগে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের করা ৮৭ রান ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। দীর্ঘদিন ধরে সেই রেকর্ড ভাঙ্গতে পারেননি কোনো ব্যাটসম্যান। ২০০৭ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া মাহমুদুল্লাহ'র ক্যারিয়ারটি সত্যিই বিচিত্র ছিল। দুই হাজারেরও বেশি রান করলেও সেঞ্চুরি করতে পারেননি। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে করা হার না মানা ৮২ রান ছিল তার সর্বোচ্চ স্কোর। এক সময় অনেক সমোলোচনার শিকার হওয়া মাহমুদুল্লাহ গত কয়েকটি ম্যাচে চমৎকার খেলেছেন। গত সাত ম্যাচেই ভাল স্কোর করছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষেও করেছিলেন ৬২ রান। অবশেষে এই ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। জেডআই


No comments:

Post a Comment