্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর পরিচালক ক্রিস্টোফার ফোমুনজো সম্প্রতি ওই এতিমখানা পরিদর্শন করেছেন। তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। ফোমুনজো বলেন, ৫- ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা ইংলিশ, ফ্রেঞ্চ কিংবা তাদের স্থানীয় ভাষা বলতে পারছে না। তিনি বলেন, এসব ছেলেমেয়েরা দীর্ঘদির তাদের পরিচিত জনের সংস্পর্শে ছিল না। তারা এখন কাউকে চিনতে পারছে না। এএইচ
Wednesday, March 11, 2015
বোকো হারাম ‘ফেরত’ শিশুরা নাম ভুলে গেছে:Time News
বোকো হারাম ‘ফেরত’ শিশুরা নাম ভুলে গেছে টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১১ মার্চ, ২০১৫ ১১:৪০:১৯ নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত ৮০ শিশু তাদের নাম-পরিচয় ভুলে গেছে। এসব শিশুদের ক্যামেরুনের ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। গত নভেম্বরে ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি ক্যাম্প থেকে শিশুদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে একটি এতিমখানায় পুনর্বাসন করা হয়। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংগঠন ন্যাশনাল ডেমোক্র
্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর পরিচালক ক্রিস্টোফার ফোমুনজো সম্প্রতি ওই এতিমখানা পরিদর্শন করেছেন। তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। ফোমুনজো বলেন, ৫- ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা ইংলিশ, ফ্রেঞ্চ কিংবা তাদের স্থানীয় ভাষা বলতে পারছে না। তিনি বলেন, এসব ছেলেমেয়েরা দীর্ঘদির তাদের পরিচিত জনের সংস্পর্শে ছিল না। তারা এখন কাউকে চিনতে পারছে না। এএইচ
্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর পরিচালক ক্রিস্টোফার ফোমুনজো সম্প্রতি ওই এতিমখানা পরিদর্শন করেছেন। তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। ফোমুনজো বলেন, ৫- ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা ইংলিশ, ফ্রেঞ্চ কিংবা তাদের স্থানীয় ভাষা বলতে পারছে না। তিনি বলেন, এসব ছেলেমেয়েরা দীর্ঘদির তাদের পরিচিত জনের সংস্পর্শে ছিল না। তারা এখন কাউকে চিনতে পারছে না। এএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment