ব্দুল রহমান জানান, নিহতরা সবাই তেল শোধনাগারের কর্মী ও আইএস সদস্য। সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে আইএস। তারা সেসব এলাকায় খেলাফত ঘোষণা করেছে। সংগঠনটি সিরিয়ার তেল-উৎপাদনকারী অঞ্চল উত্তর ও পশ্চিমাঞ্চল দখলে নিয়েছে। তেল শোধানগারগুলো আইএসের অর্থের যোগান দেয়। তেল বিক্রি করে আইএস প্রতিদিন আট লাখ ৪৬ হাজার মার্কিন ডলার থেকে ১৬ লাখ মার্কিন ডলার আয় করে বলে গত বছরের নভেম্বরে জাতিসংঘ জানিয়েছিল। যদিও পেন্টাগনের ধারণা- তেল বিক্রি এখন আর আইএসের আয়ের প্রধান উৎস নেই। পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, তেল শোধনাগারগুলোতে বিমান হামলা এবং বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় বিষয়টি কালোবাজারেও প্রভাব ফেলছে। সূত্র : রয়টার্স এএইচ
Monday, March 9, 2015
সিরিয়ায় তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০:Time News
সিরিয়ায় তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০ টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ০৯ মার্চ, ২০১৫ ১১:১১:৩৬ আইএস পরিচালিত একটি তেল শোধানাগারে মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তুর্কি সীমান্তবর্তী ওই তেল শোধনাগারে রবিবার এ হামলার ঘটনা ঘটে বলে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তেল শোধনাগারটি তেল আবিয়াদ শহরের উত্তরপূর্ব দিকে অবস্থিত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আ
ব্দুল রহমান জানান, নিহতরা সবাই তেল শোধনাগারের কর্মী ও আইএস সদস্য। সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে আইএস। তারা সেসব এলাকায় খেলাফত ঘোষণা করেছে। সংগঠনটি সিরিয়ার তেল-উৎপাদনকারী অঞ্চল উত্তর ও পশ্চিমাঞ্চল দখলে নিয়েছে। তেল শোধানগারগুলো আইএসের অর্থের যোগান দেয়। তেল বিক্রি করে আইএস প্রতিদিন আট লাখ ৪৬ হাজার মার্কিন ডলার থেকে ১৬ লাখ মার্কিন ডলার আয় করে বলে গত বছরের নভেম্বরে জাতিসংঘ জানিয়েছিল। যদিও পেন্টাগনের ধারণা- তেল বিক্রি এখন আর আইএসের আয়ের প্রধান উৎস নেই। পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, তেল শোধনাগারগুলোতে বিমান হামলা এবং বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় বিষয়টি কালোবাজারেও প্রভাব ফেলছে। সূত্র : রয়টার্স এএইচ
ব্দুল রহমান জানান, নিহতরা সবাই তেল শোধনাগারের কর্মী ও আইএস সদস্য। সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে আইএস। তারা সেসব এলাকায় খেলাফত ঘোষণা করেছে। সংগঠনটি সিরিয়ার তেল-উৎপাদনকারী অঞ্চল উত্তর ও পশ্চিমাঞ্চল দখলে নিয়েছে। তেল শোধানগারগুলো আইএসের অর্থের যোগান দেয়। তেল বিক্রি করে আইএস প্রতিদিন আট লাখ ৪৬ হাজার মার্কিন ডলার থেকে ১৬ লাখ মার্কিন ডলার আয় করে বলে গত বছরের নভেম্বরে জাতিসংঘ জানিয়েছিল। যদিও পেন্টাগনের ধারণা- তেল বিক্রি এখন আর আইএসের আয়ের প্রধান উৎস নেই। পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, তেল শোধনাগারগুলোতে বিমান হামলা এবং বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় বিষয়টি কালোবাজারেও প্রভাব ফেলছে। সূত্র : রয়টার্স এএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment