Monday, March 16, 2015

দেড় বছরের বর, এক বছরের কনে:Time News

দেড় বছরের বর, এক বছরের কনে ঠাকুরগাঁও করেসপনডেন্ট টাইম নিউজ বিডি, ১৬ মার্চ, ২০১৫ ২০:৪৩:৪৭ মৃত্যু শয্যায় থেকে বাবা তার দুই ছেলেকে তার অভিপ্রায় জানিয়ে বললেন দুই নাতি-নাতনীকে বিবাহ বন্ধনে আবদ্ধ দেখতে চান তিনি। বৃদ্ধ পিতার এ ধরণের অভিপ্রায় রাখতে গিয়ে দু-ছেলেকে যেতে হলো আদালতে। সেখানে মুচলেকা দিতে বাধ্য হয়েছেন যে আইনসিদ্ধ বয়স না হওয়া পর্যন্ত সন্তানদের বিয়ে দেবেন না তারা। রোববার এ ঘটনাটি ঘটেছে ব
াংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ে। জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, সদর উপজেলার তেলিপাড়া গ্রামে আব্দুস সালাম প্রায় মৃত্যু শয্যায়। এ অবস্থায় তিনি তার দুই ছেলেকে তাদের শিশু ছেলে ও মেয়ের বিয়ে দেখে যেতে চান বলে জানান। পিতার অভিপ্রায় শুনে তার দু পুত্র – মো: মানিক ও মো: বিপ্লব তাদের ছেলে ও মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। মো: মানিকের এক বছরের মেয়ে জুঁইয়ের সাথে বিয়ে ঠিক হয় মো: বিপ্লবের দেড় বছরের ছেলে নুরে আলমের। কিন্তু বাদ সাধেন স্থানীয় গ্রামবাসী। তাদের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে এবং এক পর্যায় পুলিশ গিয়ে শিশু দুটির বাবাকে থানায় নিয়ে আসেন। মেহেদী হাসান বলেন থানায় আনার পর মো: মানিক ও মো: বিপ্লব জানান যে পিতার অভিপ্রায় রাখতে গিয়ে তারা তাদের ছেলে মেয়ের মধ্যে অনানুষ্ঠানিক বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তাদের ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরণ করা হলে আদালত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। হাসান জানান মুচলেকায় তারা বলেছেন আইনসিদ্ধ বয়স হবার আগে তারা সন্তানদের বিয়ে দেবেন না। এমএ


No comments:

Post a Comment