Saturday, March 28, 2015

কৃষকের মুখে হাসি ফোটাল স্ট্রবেরি:Time News

কৃষকের মুখে হাসি ফোটাল স্ট্রবেরি জয়পুরহাট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৮ মার্চ, ২০১৫ ১২:২৩:২৯ বসন্তের লোভনীয়, রসালো, লাল রঙ্গের সুগন্ধী ও সুস্বাদু ফল স্টোবেরি। স্বাস্থকর ফল হিসেবে বিদেশে এর জনপ্রিয়তার পাশাপাশি দেশেই এখন স্ট্রবেরি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। ২০১১ সালে জয়পুরহাটের আক্কেলপুরে শুরু হয় স্ট্রবেরি চাষ। স্ট্রবেরি চাষী জিল্লুর রহমান জানান, তার সাড়ে ৬ বিঘা জমিতে স্ট্রবেরি চাষে গত বছর লাভ হয়ে
ছে প্রতি বিঘায় ২-৩ লক্ষ টাকা। প্রতি দিন তিনি জমি থেকে ৬০০-৭০০ কেজি স্টোবেরি উঠাতেন। এছাড়াও তিনি স্টেবেরির চারা বিক্রি করে লাভ করেন ৩-৪ লক্ষ টাকা। প্রথম দিকে প্রতি কেজি স্ট্রবেরি ১২০০ টাকায় বিক্রি হত। তবে এ বছর দেশের বিরাজমান অবস্থার কারণে তাদের লাভের পরিমান কমে গেছে ৬০ ভাগ। আরেক স্টেবেরি চাষী আব্দুল হামিদ জানান, তারা চার বন্ধু পড়া-লেখা শেষ করে বেকার জীবন-যাপন করছিলেন। স্ট্রবেরি চাষের একটি প্রতিবেদন দেখে তারা স্ট্রবেরি চাষে আগ্রহী হন। পরে চার বন্ধু আব্দুল হামিদ, আব্দুল ওয়াদুদ সরকার, ফারুক হোসেন বাবু ও রবিউল ইসলাম মিলে ১২ বিঘা জমিতে স্ট্রবেরির ৭০০টি চারা রোপন করে। তারা ১২ বিঘা জমিতে ২০ হাজার টাকা ব্যয় করে ৪৬ হাজার টাকার স্ট্রবেরি বিক্রয় করে এবং ৬ লক্ষ টাকার চারা বিক্রি করে লাভবান হন। তারা রেড গ্রিন স্ট্রবেরি ভিলেজ নামে স্টোবেরি চাষ করে যাচ্ছেন। তাদের স্টোবেরি বেশি বিক্রি হয় কুষ্টিয়া, খুলনা ও ঢাকায়। এখন জয়পুরহাটের চাষীরা স্টোবেরি চাষে উৎসাহিত হয়ে বিঘা বিঘা স্টোবেরি চাষ শুরু করেছেন। কেএইচ


No comments:

Post a Comment