Tuesday, March 10, 2015

ব্যাটিংয়ে আয়ারল্যান্ড:Time News

ব্যাটিংয়ে আয়ারল্যান্ড স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ০৯:২৫:৩৪ কোয়ার্টার ফাইনালের মিশনে আজ মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে শক্তিশালী ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় ৭টায় শুরু হওয়া ম্যাচটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ ওভারে দুই উইকেট হারিয়ে আয়াল্যান্ড ১০৫ রান করেছে। তাদের প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপের চার ম্যাচের চারটিতে জিতে ইতিম
ধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ভারত দল : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মুহিত শর্মা, মোহাম্মদ শামি এবং উমেশ যাদব। আয়ারল্যান্ড দল : উলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, অ্যাড জয়েস, অ্যান্ডি বিলব্রিনি, নেইল ও’ব্রায়েন, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জন মুনি, জর্জ ডকরেল, অ্যালেক্স কুসাক এবং অ্যান্ডি ম্যাকব্রিন। এআর


No comments:

Post a Comment