
ছেন হ্যামিল্টন মাসাকাজদা (৮), চামু চিভাভা (৭) ও সলোমন মিরে (৯)। মাসাকাদজাকে উমেশ যাদব, চিভাভাকে মোহাম্মদ সামি ও মিরেকে আউট করেছেন মোহিত শর্মা। এরপর টেইলর এবং উইলিয়ামস এর জুটিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে। উইলিয়ামস ব্যক্তিগত ৫০ রানে আউট হন যখন দলীয় রান ১২৬। বি-গ্রুপের এই ম্যাচটি খেলতে নামার আগে টানা ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, ৫ ম্যাচে ১ জয় ও ৪ হারের স্বাদ নিয়ে খেলতে নেমেছে জিম্বাবুয়ে। ইআর
No comments:
Post a Comment