
অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন,অবকাশকালীন ছুটির পর ১ বা ২ এপ্রিল খালেদার আবেদনের ওপর শুনানি হতে পারে। তবে আমরা শুনানির জন্য প্রস্তুত ছিলাম। গত ৩ মার্চ খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের একই বেঞ্চে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। উল্লেখ্য, আগামী ১৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অবকাশকালীন ছুটিতে থাকবে। এর পরে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এআর
No comments:
Post a Comment