Monday, March 2, 2015

সহিংসতা বন্ধে একটু সময় লাগবে: হানিফ:Time News

সহিংসতা বন্ধে একটু সময় লাগবে: হানিফ স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ০২ মার্চ, ২০১৫ ১৮:৫৯:৩৬ বিএনপির মতো একটি বড় দলের সহিংসতা বন্ধ করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম-হানিফ। সোমবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জান
ান তিনি। হানিফ বলেন, সন্ত্রাসী কর্মকান্ড করে গুটিকয়েক খারাপ লোক।অথচ বিএনপির মতো এত বড় একটি দল, যাদের ৩৫ শতাংশের বেশী সমর্থন রয়েছে। তারা এই ধরণের সন্ত্রাস করলে তা দমন করতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক। আইনশৃঙ্খলাবাহিনী তাদের সন্ত্রাসী কর্মকান্ড দমনে চেষ্টা করছে।আশা করি খুব দ্রুতই সব কিছু নিয়ন্ত্রণে আসবে । খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। কার্যকর করবে আইনশৃঙ্খলা বাহিনী।এটা করতে তাদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আশা করি সময় মতো তারা সেটা কার্যকরও করবে। তিনি আরও বলেন, আজ আমাদের বৈঠকে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে তার প্রাপ্য শাস্তি কার্যকরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের পেটের ভেতর গিয়ে তাদের প্রভু পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশে তান্ডব চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খালেদা জিয়াকে গ্রেফতারে বিদেশি চাপ রয়েছে কিনা জানতে চাইলে হানিফ বলেন, কিসের বিদেশী চাপ? খালেদাকে গ্রেপ্তারে আমাদের কোন বিদেশী চাপ নেই। আজকে সারা বিশ্ব বলছে, বিএনপি-জামায়াত যেটা করছে সেটা সন্ত্রাসী কর্মকান্ড।আর সেই কর্মকান্ডে হুকুমদাতাকে গ্রেপ্তারে কেন বিদেশী চাপ থাকবে? এ সময় তিনি আরও জানান, আগামী ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন বিকাল ৩টায় জনসভা অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিন। এমআর/এসএইচ


No comments:

Post a Comment