Monday, March 2, 2015

বার্নিকাট-খালেদা সাক্ষাত নিয়ে ধুম্রজাল:Time News

বার্নিকাট-খালেদা সাক্ষাত নিয়ে ধুম্রজাল কুটনৈতিক রিপোর্টার টাইম নিউজ বিডি, ০২ মার্চ, ২০১৫ ১৮:১৮:৩৬ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন-একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত এমন খবর নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এক মোবাইল বার্তায় এ খবর নিশ্চিত করেছে-এমন দাবি করে
ওই গণমাধ্যমের খবরে বলা হয়, সন্ধ্যা পৌনে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাবেন বার্নিকাট। এ সময় তাদের মধ্যে দেশের চলমান ঘটনা প্রবাহ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে-এমন কথাও বলা হয় প্রতিবেদনে। এ ব্যাপারে ঢাকায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস চিফ মেরিনা ইয়াসমীনের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইম নিউজবিডি ডটকমকে জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। পরে ঢাকায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি প্রেস চিফ অভিক রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইম নিউজ বিডি ডটকমকে বলেন, এই মুহুর্তে বিষয়টি তার জানা নেই, পরে খোঁজ নিয়ে জানাবেন। এই প্রতিবেদককে পরবর্তীতে আজ (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে অভিক রহমান নিশ্চিত করেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের কোন কর্মসূচি নেই। এদিকে, বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা দিদারুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইম নিউজ বিডি ডটকমকে বলেন, এ ধরনের কোন খবর তার জানা নেই। কেবি 


No comments:

Post a Comment