Tuesday, March 10, 2015

ঢাকা-চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ফ্রাংকোফোনি সপ্তাহ:Time News

ঢাকা-চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ফ্রাংকোফোনি সপ্তাহ কুটনৈতিক রিপোর্টার টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ১৫:৪৮:৫২ ঢাকায় নিযুক্ত ফরাসি ভাষাভুক্ত সাত দেশের কুটনৈতিক মিশনের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ফ্রাংকোফোনি সপ্তাহ। আজ (মঙ্গলবার) সকালে রাজধানী ধানমন্ডিতে অ্যালাইন্স ফ্রানসাইজ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় ফ্রাংকোফোনিভুক্ত দেশের রাষ্ট্রদূতরা। সংবাদ সম্মেলনে রাষ্ট
্রদূতরা বলেন, বর্তমানে পৃথিবীজুড়ে প্রায় ২৮ কোটি মানুষ ফরাসি ভাষায় কথা বলেন। এছাড়া বিশ্বের ৩২টি দেশের অফিসিয়াল ভাষা ফরাসি। তারা বলেন, শুধু একই ভাষাভুক্ত হওয়াই বড় কথা নয়, ফ্রাংকোভুক্ত দেশগুলো তাদের শিক্ষা, অর্থনীতি, গণতন্ত্র ও সংস্কৃতিসহ সার্বিক বিষয়ে একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করে থাকে। আর এর ফলে এই ভাষাভূক্ত দেশগুলো সমানতালে উন্নতি ও অগ্রগতি লাভ করছে। তারা বলেন, ১৯৯৫ সাল থেকে প্রতিবছরই পৃথিবীর অনেক দেশেই ফ্রাংকোফোনি সপ্তাহ পালন করা হয় বিশেষ করে ৭৭টি ফ্রাংকোফোনি সদস্য রাষ্ট্রে গুরুত্বের সাথে এটি পালিত হয়ে আসছে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে এই সপ্তাহ চলাকালে ঢাকায় দূতাবাস রয়েছে এমন সাত ফ্রাংকোফোনিভূক্ত দেশের চলচ্চিত্র প্রদর্শন, লাইভ কনসার্ট, বিতর্ক, আর্ট এক্সিভিশন ও স্টেজ ড্রামা প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আগামী ১৪ই মার্চ বিকেল ৫টায় ঢাকার ধানমন্ডিতে অ্যালাইন্স ফ্রানসাইজ ভবনে ঢাকা ও চট্টগ্রামের বিজয়ীদের নিয়ে ‘মানবাধিকার ও পরিবেশ’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। ইয়ং জেনারেশনের (১৮-২৫ বছর) এই প্রতিযোগীদের মধ্যে যারা চূড়ান্তভাবে বিজয়ী হবেন তারা এ বছরের জুলাই মাসে ফ্রান্স সফরের সুযোগ পাবেন, যেখানে তারা নানা বিষয়ে ফরাসি ভাষাভূক্ত তরুন প্রজন্মের সাথে মতবিনিময় করার সুযোগ পাবেন। ফ্রাংকোফোনি সপ্তাহের কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত জানতে http://www.afdhaka.org- এই ওয়েব সাইট ভিজিট করারও অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। এদিকে, সংবাদ সম্মেলনে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রদূতরা বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় গণতান্ত্রিক দেশ হওয়ায় ফ্রাংকোফোনি দেশগুলোর কাছে এই দেশের গুরুত্ব রয়েছে। তাই ফ্রাংকোফোনিভূক্ত দেশ না হওয়া সত্ত্বেও বাংলাদেশে প্রতি বছর এই সপ্তাহ পালন করা হয়। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে তাদের অবজারভেশন কী-সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কুটনীতিকরা বলেন, ফ্রাংকোফোনি সপ্তাহের বাইরে কোন বিষয়ে তারা কথা বলবেন না। অ্যালাইন্স ফ্রানসাইজ ঢাকা-এর পরিচালক ব্রুনো প্লাসির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরাসি রাষ্ট্রদূত মিস সোফি আবার্ট, কানাডার রাষ্ট্রদূত মি. বিনয়েট পিয়েরে লারামি, মিশরের রাষ্ট্রদূত মি. মাহমুদ এজ্জাত, ভিয়েতনামের রাষ্ট্রদূত এম এনগুয়েন কুয়াং থুচ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস ক্যারোলাইন ট্রওটুয়েলার এবং মরোক্কোর চার্জ ডি অ্যাফেয়ার্স সাইয়েদ কাশমি। কেবি  


No comments:

Post a Comment