Monday, March 23, 2015

'এইচআইভি চিহ্নিত ব্যক্তি ৩৬৭৪':Time News

'এইচআইভি চিহ্নিত ব্যক্তি ৩৬৭৪' স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ২৩ মার্চ, ২০১৫ ২০:১৫:০৯ বাংলাদেশে সরকারি হিসাবে বর্তমানে এইচআইভি চিহ্নিত ব্যক্তির সংখ্যা তিন হাজার ৬৭৪ জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দশম জাতীয় সংসদে চট্টগ্রাম-১২ আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদকে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে জাতীয় এইডস
/এসটিডি প্রোগামের (এনএএসপি) আওতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন নারী যৌনকর্মী, শিরায় মাদক গ্রহণকারী ও পুরুষ যৌনকর্মীদের (সমকামী) মধ্যে এইচআইভি প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করছে হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে উল্লেখিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ৪৭ সেবা কেন্দ্রের মাধ্যমে মোট ২৭টি জেলায় সম্পূর্ণ বিনামূল্যে প্রতিরোধ সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় জাতীয় এইডস/এসটিডি প্রতিরোধ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করা হয়েছে। এই কাঠামোর আওতায় এইচআইভি টেস্টের জন্য মোট ২০টি পরীক্ষা কেন্দ্র শুরু হচ্ছে। জেআই


No comments:

Post a Comment