Tuesday, February 24, 2015

জিডি করেছে মান্নার পরিবার:Time News

জিডি করেছে মান্নার পরিবার স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:২৬:১৩ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পরিবার বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে মান্নার ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা এই জিডি করেন। বনানী থানার অফিসার ইন চার্জ (ওসি) ভুইয়া মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, মাহমুদুর রহমান মান্নার ভাইয়ের স্ত্রী একটি জিডি করেছেন। জিডি
নম্বর ১০৮১। বেগম সুলতানা মাহমুদুর রহমান মান্নার মেজোভাই মোবায়দুর রহমানের স্ত্রী। বেগম সুলতানা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, মঙ্গলবার রাত ৩টার দিকে তার মেয়ে শাহনামা শারমিনের বাসার দরজায় ডিবি পরিচয়ে ৫-৭ জন নক করেন। এ সময় তারা দরজা খুলতে বলেন। শাহনামা দরজা খুলতে অস্বীকৃতি জানালে ডিবি পরিচয় দেয়া লোকগুলো দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে চান। একপর্যায়ে দরজা খোলা হলে ডিবি পরিচয় দেয়া ব্যক্তিরা মান্নাকে রেডি হতে বলেন। বেগম সুলতানা আরও উল্লেখ করেন, এরপর শাহনামার স্বামী মোহাম্মদ আলী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যেতে চাইলে তাকেও (মোহাম্মদ আলী) গ্রেফতারের হুমকি দেয়া হয়। পরে মান্নাকে তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে বনানী থানার অফিসার ইন চার্জ (ওসি)ভূইয়া মাহবুব হাসান বলেন, মান্না সাহেবের নিখোঁজ হওয়ার ঘটনা শুনেই আমরা তদন্ত শুরু করেছি। আশা করি, উনাকে (মান্না) পাওয়া যাবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সোমবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিচয়ে আটক করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম তাকে আটকের বিষয়টি অস্বীকার করেন। কেএইচ


No comments:

Post a Comment