দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচ জনের বিররুদ্ধে আদালত এ আদেশ জারি করেন। গত ১৬ ফেব্রুয়ারি দুদক আদালতে ওই মামলায় সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জশিটভুক্ত পাঁচ আসামির মধ্যে রয়েছে; সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাব সহকারি মতিয়ার রহমান। মামলার চার্জশিটের অভিযোগে বলা হয়েছে, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৭ একর জমি বরাদ্দের দুর্নীতির মাধ্যমে আসামিরা সরকারের ১৫ কোটি সাড়ে ৫২ লাখ ৯০০ টাকা আত্মসাত করেছে। জানা যায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেয়। তখন জমির বাজার মূল্য ছিল ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা । এর ফলে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার আর্থিক ক্ষতি হয়। এ অভিযোগে গত বছর ৬ মার্চ দুদকের তৎকালিন উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। আর ওই মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাব সহকারি মতিয়ার রহমান, সাবেক উপ-পরিচালক (এস্টেট) মোঃ আজহারুল হকে আসামি করা হয়। কিন্তু সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে আসামি করা হয়নি। জানা যায়, পরে তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান নোটিশ পাঠিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, পরিচালক মেহেদী হাসান, সাবেক উপ-পরিচালক (এস্টেট) ও গৃহায়ণের বর্তমান সদস্য মোঃ আজহারুল হক, কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাবরক্ষক মতিয়ার রহমানসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করে । একে/কেএইচ
Tuesday, February 24, 2015
আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা:Time News
আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:৪৫:২২ বিএনপির ঢাকা মহাসগর আহবায়ক ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জানা যায়, সাংবাদিকদের জমি বরাদ্দের অনিয়মের অভিযোগে দুর্নীতি
দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচ জনের বিররুদ্ধে আদালত এ আদেশ জারি করেন। গত ১৬ ফেব্রুয়ারি দুদক আদালতে ওই মামলায় সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জশিটভুক্ত পাঁচ আসামির মধ্যে রয়েছে; সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাব সহকারি মতিয়ার রহমান। মামলার চার্জশিটের অভিযোগে বলা হয়েছে, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৭ একর জমি বরাদ্দের দুর্নীতির মাধ্যমে আসামিরা সরকারের ১৫ কোটি সাড়ে ৫২ লাখ ৯০০ টাকা আত্মসাত করেছে। জানা যায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেয়। তখন জমির বাজার মূল্য ছিল ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা । এর ফলে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার আর্থিক ক্ষতি হয়। এ অভিযোগে গত বছর ৬ মার্চ দুদকের তৎকালিন উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। আর ওই মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাব সহকারি মতিয়ার রহমান, সাবেক উপ-পরিচালক (এস্টেট) মোঃ আজহারুল হকে আসামি করা হয়। কিন্তু সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে আসামি করা হয়নি। জানা যায়, পরে তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান নোটিশ পাঠিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, পরিচালক মেহেদী হাসান, সাবেক উপ-পরিচালক (এস্টেট) ও গৃহায়ণের বর্তমান সদস্য মোঃ আজহারুল হক, কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাবরক্ষক মতিয়ার রহমানসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করে । একে/কেএইচ
দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচ জনের বিররুদ্ধে আদালত এ আদেশ জারি করেন। গত ১৬ ফেব্রুয়ারি দুদক আদালতে ওই মামলায় সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জশিটভুক্ত পাঁচ আসামির মধ্যে রয়েছে; সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাব সহকারি মতিয়ার রহমান। মামলার চার্জশিটের অভিযোগে বলা হয়েছে, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৭ একর জমি বরাদ্দের দুর্নীতির মাধ্যমে আসামিরা সরকারের ১৫ কোটি সাড়ে ৫২ লাখ ৯০০ টাকা আত্মসাত করেছে। জানা যায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেয়। তখন জমির বাজার মূল্য ছিল ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা । এর ফলে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার আর্থিক ক্ষতি হয়। এ অভিযোগে গত বছর ৬ মার্চ দুদকের তৎকালিন উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। আর ওই মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাব সহকারি মতিয়ার রহমান, সাবেক উপ-পরিচালক (এস্টেট) মোঃ আজহারুল হকে আসামি করা হয়। কিন্তু সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে আসামি করা হয়নি। জানা যায়, পরে তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান নোটিশ পাঠিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, পরিচালক মেহেদী হাসান, সাবেক উপ-পরিচালক (এস্টেট) ও গৃহায়ণের বর্তমান সদস্য মোঃ আজহারুল হক, কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাবরক্ষক মতিয়ার রহমানসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করে । একে/কেএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment