Sunday, February 1, 2015

হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল পিকেটং:Time News

হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল পিকেটং স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০১ ফেব্রুয়ারি, ২০১৫ ০৪:২৯:২৮ বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীদতে মিছিল করেছে ছাত্রদল-শিবির। এছাড়া রাজধানীতে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। শাহবাগ: বইমেলার উদ্ধোধন উপলক্ষে বাংলা একাডেমীতে প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে মিছিল করেছে
ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ৯টায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ। এছাড়াও মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক- মেহেদী হাসান, মানবাধিকার সম্পাদক- আব্দুল আজিজ রুমি, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি- কে.এম.এস. মুসাব্বির শাফি, মহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক- শামীম ইকবাল খান, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা খায়রুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢাবির এস.এম. হলের মামুন খান, হাবিবুল বাসার, এম.এ. রহিম রনি, সূর্যসেন হলের শাহনেওয়াজ, জহু হলের মো. সাইফুল ইসলাম, নাজমুল হোসেন নয়ন জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, মুজিব হলের সোহেল ২১-শে হলের- রাফিউল মুরসালিন খান লিয়ন, বুয়েট ছাত্রদল নেতা- হাসান, বেসরকারী বিশ্ব-বিদ্যালয়ের ছাত্রদল নেতা- মনির হোসেন, পারভেজ মোশাররফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামাল হুসাইন অহন, শাহিনুর রহমান শাহিন, মিনহাজুল আবেদিন নান্নু, আহসানুল কবির জুয়েল, বনি আমিন সোহাগ, তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন ভূইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা খন্দকার ইজাজুল হাসান বাবু, হিমেল ভূইয়া, সম্রাট, রাকিব, দিনার, রায়হান সহ নেতা-কর্মীরা। বাড্ডা: অবরোধের সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবির। সকাল সাড়ে ৮ টায় রাজধানীর বাড্ডার শাহজাদপুরে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা হরতালের সমর্থনে স্লোগান দেয় এবং রাস্তা অবরোধ করে কমপক্ষে ১০-১২ টি গাড়ি ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে কিছু লোকজন মিছিল বের করে শাহজাদপুরে। এ সময় তারা অনেকগুলো গাড়ি ভাংচুর করে। যাত্রাবাড়ী: হরতালের সমর্থনে ১ম দিনে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে মিছিল করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। রোববার সকাল ৭ টায় মিছিলটি মাতুয়াইলে শুরু হয়ে ডেমরা রোডে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি মু. মুঈনুদ্দিন মৃধা।এ ছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন অফিস সম্পাদক ইমরান হোসেনসহ সকল মহানগরীর সকল নেতৃবৃন্দ। উত্তরা: হরতাল এবং অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবির। সকাল ৮ টায় রাজধানীর উত্তরার আজমপুরে মিছিল শেষে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। মহারনগরের অর্থ সম্পাদক মোহাম্মদ আইউব এর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহনগর সংস্কৃতি সম্পাদক, সাহিত্য সম্পাদক, দক্ষিণখান শিবিরের সভাপতি, উত্তরখান শিবিরের সেক্রেটারিসহ আরো অনেকে। মাতুয়াইল: সকাল ৭ টায় রাজধানীর মাতুয়াইলে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে মিছিল করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। মিছিলটি মাতুয়াইলে শুরু হয়ে ডেমরা রোড প্রদক্ষিণ করে আবার মাতুয়াইলে গিয়ে শেষ হয়। হরতালের সমর্থনে মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি মু. মুঈনুদ্দিন মৃধাসহ, আরও ছিলেন দক্ষিন অফিস সম্পাদক ইমরান হোসেন সহ সকল মহারগরীর সকল নেতৃবৃন্দ। প্রসঙ্গত, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি-জামায়াতনেতৃত্বাধীন ২০দলীয় জোটের পক্ষ থেকে সারা দেশে ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করেন। পাশাপাশি গত ৫ জানুয়ারি থেকে চলা টানা অবরোধও অব্যাহত রয়েছে। জেএ


No comments:

Post a Comment