Sunday, February 1, 2015

হরতালে পেছালো এসএসসি পরীক্ষা:RTNN

হরতালে পেছালো এসএসসি পরীক্ষা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ২০ দলের ডাকা অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টা হরতালের কারণে ২ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী শুক্রবার এ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে বুধবার থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। রবিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন,
সোমবারের পরীক্ষাটি আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হবে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া অন্যান্য দিনের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হরতালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও মন্ত্রী জানান। সোমবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অবরোধ কর্মসূচির মধ্যে রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি জোট। এ পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী। এসএসসিতে ২ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পরীক্ষাগুলো এখন শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯,২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৭ লাখ ৬৩,৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫,৯২৭ জন ছাত্রী। ৩,১১৬টি কেন্দ্রে ২৭,৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মন্তব্য      


No comments:

Post a Comment