Sunday, February 1, 2015

মিরপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত:RTNN

মিরপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম এমদাদুল্লাহ (২০)। তার বাবার নাম মৃত জামাল উদ্দিন। গ্রামের বাড়ি জামালপুরের বানারিপাড়া। মিরপুর থানার ডিউটি অফিসার এসআই বজলার জানান, কয়েকদিন আগে মিরপুর মডেল থানা পুলিশ শিবিরকর্ম
ী এমদাদুল্লাহকে আটক করে। শনিবার রাতে তাকে নিয়ে মিরপুর মডেল থানার এসআই কামাল আসামি ধরতে ও বিস্ফোরক উদ্ধারে যান। রাত সাড়ে ১১টার দিকে রুপনগর বেড়িবাঁধের এনা প্রপার্টিজের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল্লাহর মৃত্যু হয়। ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান বজলার। মন্তব্য      


No comments:

Post a Comment