Sunday, February 1, 2015

খালেদা জিয়া দেশের শত্রু : অর্থমন্ত্রী:RTNN

খালেদা জিয়া দেশের শত্রু : অর্থমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সবকিছুর উপরই দেশের চলমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে রবিবার বেসরকারি সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চলমান পরিস্থিতির কারণে বাজেটে এর কী প্রভাব পড়বে জানতে চাইলে অর্থমন্
ত্রী বলেন, ‘শুধু বাজেটে নয়, সব কিছুতেই এর প্রভাব পড়ছে। এর ফলে বাজেট ও জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে সংশোধন করা হতে পারে।’ অর্থমন্ত্রীর কাছে চলমান অবরোধ থেকে বের হয়ে আসার উপায় জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, খালেদা জিয়া দেশের একমাত্র নেত্রী নন। বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য বিএনপির অন্য নেতারা তাকে চাপ দিতে পারেন। এ ব্যাপারে বিএনপির অন্য নেতাদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের পথে ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে। আমি তো এ জন্যই বলি, খালেদা জিয়া দেশের শত্রু।’ এ সময় তিনি ‘স্টুপিড’ কার্যকলাপ চলছে বলেও মন্তব্য করেন। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে গত মাসে মন্তব্য করেছিলেন আবুল মাল আবদুল মুহিত। সে সময় অনেক আগেই পেরিয়ে গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা ছিল আমার প্রত্যাশা।’এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের শত্রু বলে আখ্যায়িত করেন তিনি। মন্তব্য      


No comments:

Post a Comment