ivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে গত ২৬ জানুয়ারি গুলশান-বাড্ডা লিঙ্ক রোডে অনাবিল পরিবহণের একটি বাসে আগুন দেয়ার মামলায় রিমান্ডে নেয়ার আবেদন করেন বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন। রিমান্ড আবেদন বাতিল ও রিজভীর জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপির কয়েক আইনজীবী রিজভীর পক্ষে শুনানি করছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদারসহ কয়েক আইনজীবী। গত শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ৩ জানুয়ারি গভীর রাতে ‘অসুস্থ’ রিজভীকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। কয়েক দিন সেখানে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। ৭ জানুয়ারি রাতের কোনো একসময় ওই হাসপাতাল থেকে গোপনে সটকে পড়েন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করছিলেন বিএনপির এই নেতা। নতুন বার্তা/জিহ
Sunday, February 1, 2015
রিজভীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ :Natun Barta
ঢাকা: নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে রিমান্ড আবেদনের শুনানি চলছে।
ivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে গত ২৬ জানুয়ারি গুলশান-বাড্ডা লিঙ্ক রোডে অনাবিল পরিবহণের একটি বাসে আগুন দেয়ার মামলায় রিমান্ডে নেয়ার আবেদন করেন বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন। রিমান্ড আবেদন বাতিল ও রিজভীর জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপির কয়েক আইনজীবী রিজভীর পক্ষে শুনানি করছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদারসহ কয়েক আইনজীবী। গত শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ৩ জানুয়ারি গভীর রাতে ‘অসুস্থ’ রিজভীকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। কয়েক দিন সেখানে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। ৭ জানুয়ারি রাতের কোনো একসময় ওই হাসপাতাল থেকে গোপনে সটকে পড়েন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করছিলেন বিএনপির এই নেতা। নতুন বার্তা/জিহ
ivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে গত ২৬ জানুয়ারি গুলশান-বাড্ডা লিঙ্ক রোডে অনাবিল পরিবহণের একটি বাসে আগুন দেয়ার মামলায় রিমান্ডে নেয়ার আবেদন করেন বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন। রিমান্ড আবেদন বাতিল ও রিজভীর জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপির কয়েক আইনজীবী রিজভীর পক্ষে শুনানি করছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদারসহ কয়েক আইনজীবী। গত শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ৩ জানুয়ারি গভীর রাতে ‘অসুস্থ’ রিজভীকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। কয়েক দিন সেখানে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। ৭ জানুয়ারি রাতের কোনো একসময় ওই হাসপাতাল থেকে গোপনে সটকে পড়েন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করছিলেন বিএনপির এই নেতা। নতুন বার্তা/জিহ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment