Monday, January 26, 2015

সংলাপের মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ সম্পাদকদের:Time News

সংলাপের মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ সম্পাদকদের স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৫ জানুয়ারি, ২০১৫ ০৩:০২:৪৬ আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে সরকারকে পরামর্শ দিয়েছেন পত্রিকার সম্পাদকবৃন্দ। রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের মন্ত্রীদের সঙ্গে পত্রিকার সম্পাদকদের এক মতবিনিময় সভায় তারা এ পরামর্শ দেন। সভা শেষে সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সমকালের
সম্পাদক গোলাম সারওয়ার সাংবাদিকদের জানান, সম্পাদকদের পক্ষ থেকে সরকারকে সংলাপ-সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দেয়া হয়েছে। 'আমরা বলেছি দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। সুন্দরভাবে বাঁচতে চায়। এ সংঘাতময় পরিস্থিতির উত্তরণ চায়। দেশে এখন যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তরণে সংলাপের কোনো বিকল্প নেই।' সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত সংকট সমাধানের উদ্যোগ নিতে বলেছেন তারা। অপরদিকে সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, সম্পাদকবৃন্দ সংলাপ ও সমঝোতার যে পরামর্শ দিয়েছেন তা নিয়ে ভেবে দেখবে সরকার। দেশের মানুষের সঙ্গে সরকারও শান্তি চায়। দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। জেএ


No comments:

Post a Comment