Saturday, January 10, 2015

প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে:Time News

প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১০ জানুয়ারি, ২০১৫ ১১:০৫:২৫ দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়া হবে বলেও ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার টেলিকনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১১টি মেডিকেল কলেজের কার্যক্রমের উদ্বোধনকালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীন
তা ঘোষণা করেছিলেন। এই ঘোষণা টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার ও অন্য মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ ঘোষণা দেওয়ার কারণে তাকে পাকিস্তানি হানাদাররা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। গ্রেফতার হওয়ার আগেই মুক্তিযুদ্ধ কিভাবে চলবে- সে ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে ও নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই এদেশের মানুষ দারিদ্র্যমুক্ত হতো বলেও উল্লেখ করেন তিনি। জেএ


No comments:

Post a Comment