Saturday, January 17, 2015

রাতে রাজধানীতে শিলা বৃষ্টি:Time News

রাতে রাজধানীতে শিলা বৃষ্টি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ জানুয়ারি, ২০১৫ ০৯:২৭:৫৯ শেষরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দিনগত রাত আড়াইটা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় আধা ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে অনেক এলাকায় বিদ্যুৎ চলে যায়। জানা গেছে- রাজধানীর ধানমন্ডি, মগবাজার, ইস্কাটন, বসুন্ধরাসহ বেশকিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্র
ে জানা গেছে, এক দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পর ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে। আবহাওয়া অফিসের রাত ১২টার রেকড অনুয়ায়ী, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৬২ শতাংশ। আবহাওয়া পূবাভাস অনুযায়ী, শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ফরিদপুরে কিছু এলাকায় এবং ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে রাজধানীর মগবাজার, ধানমন্ডি, মহাখালি বনানী এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে গেছে এসব এলাকার সড়ক। বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে গাছের পাতা ও ডালপালা রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। অনেক এলাকার রাস্তার আইল্যান্ডের মধ্যে থাকা সাইনবোর্ড হেলে রাস্তায় পড়ে রয়েছে। চলতি মাসের আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোনটি তীব্র, মাঝারি ও মৃদু ধরনের হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি মাসে দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা ও অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২টি মাঝারি/তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু/মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১/২ দিন বজ্রঝড় হতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনী জেলায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তামমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সময় ঢাকার তাপমাত্র ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সবচেয়ে কম তাপমাত্রা ছিল যশোর, ঈশ্বরদী ও দিনাজপুর জেলায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। জেএ


No comments:

Post a Comment