Saturday, January 17, 2015

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন: খালেদা:RTNN

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন: খালেদা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত দেশবাসী ও নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘আন্দোলন চলছে, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’ শুক্রবার রাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল ইসলামের নে
তৃত্বে নয়জনের একটি খেলোয়াড় দল খালেদার সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার এই বক্তব্য তুলে ধরেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ম্যাডাম সুস্থ আছেন। আন্দোলনের ব্যাপারে দৃঢ়। নির্দলীয় সরকারের প্রস্তাবনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানিয়েছেন।’ এ সরকারের বিরুদ্ধে জনগণকে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন বলেও জানান আমিনুল। এ সময় সাবেক এই অধিনায়ক খেলোয়াড় সমাজের পক্ষ থেকে সংলাপের মাধ্যমে চলমান অস্থিতিশীল অবস্থা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে রাত পৌনে সাতটার দিকে আমিনুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে আসেন। সাক্ষাৎ শেষে তারা রাত সাড়ে নয়টার দিকে কার্যালয় ত্যাগ করেন। খেলোয়াড় দলে আমিনুল ছাড়া ছিলেন- মাসুদুর রহমান, ইমতিয়াজ আহমেদ, শারমিন আকতার, জসিম উদ্দিন, লিটন, ইব্রাহিম প্রমুখ। উল্লেখ্য, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর ৫ জানুয়ারি বিকেলে তিনি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচির ডাক দেন। খালেদা জিয়ার ডাকে ৬ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি চলছে। একই সঙ্গে তিনিও ওই কার্যালয়েই অবরুদ্ধ রয়েছেন। মন্তব্য      


No comments:

Post a Comment