Thursday, January 15, 2015

বোমা, ভাংচুর, আগুনের মধ্যে হরতাল; নিহত ১:Time News

বোমা, ভাংচুর, আগুনের মধ্যে হরতাল; নিহত ১ টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৫ জানুয়ারি, ২০১৫ ১৬:২২:৪৩   গাজীপুরের বাসের আগুনে হেলপার নিহত গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে আগুন লেগে বাসের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে বাসটিতে আগুন লাগে। এসময় ঘুমানো অবস্থায় বাসটির হেলপার অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।   তবে বাসটিতে ঠিক কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছে না পুলিশ।   তবে ধারণা করা হচ্ছে বাসে কয়েল জ্বালিয়ে হেলপ
ার ঘুমানোর পর তা থেকে আগুন লাগতে পারে।   এছাড়া অবরোধকারীরাও আগুন দিতে পারে।   তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেছে, তারা ভোররাতে কোন পিকেটিং বা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়নি। মৌলভীবাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১০   মৌলভীবাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষে দলটির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির একাংশের যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।   ২০ দলীয় জোটের ডাকা হরতালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এম সাইফুর রহমান রোডে মিছিলে বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   আহতরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।   স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি দুপুর সাড়ে ১২টার দিকে শহরে এম সাইফুর রহমান রোড থেকে মিছিল বের করতে চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষ বেধে যায়। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে আটক করে।   মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।       ঢাকা সিএমএম কোর্টের সামনে বোমা বিস্ফোরন এদিকে, ঢাকা সিএমএম কোর্টের সামনে দু'টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বেষ্টনির মাঝে এ ঘটনা ঘটায় পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।   খিলগাঁও দু'টি গাড়িতে অপরদিকে খিলগাঁও এলাকায় দু'টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বিত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আগুলে ট্রাক ও প্রাইভেটকারটি সম্পূর্ণ জ্বলে যায়।   এলিফ্যান্ট রোডে সিএনজি ভাঙচুর: আটক ২ রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি মার্কেটের সামনে একটি সিএনজি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।   চট্টগ্রাম, সাতক্ষীরা, কুষ্টিয়ায় গ্রেফতার ১০৩ নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ।এর মধ্যে-বিএনপি-জামায়াতর ১৬ জন কর্মী রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতসহ মোট ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডু, মিরসরাই, ফটিকছড়ি, পটিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বুধবার রাতে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।   দিনাজপুরে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক নাশকতা আশংকায় দিনাজপুরে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার হরতালে নাশকতা করার জন্য পরিকল্পনা করে দুর্বৃত্তরা। তাই এ গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা ঠেকাতে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জামায়াত-শিবির ও ৬ জন বিএনপির নেতাকর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। কেউ বিশৃংখলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে দিনাজপুরে শান্তিপূর্ণভাবে চলছে ২০ দলের ডাকা অবরোধ ও হরতাল। অবরোধ ও হরতালে রিক্সা-ভ্যান,অটোরিক্সা,ইজিবাইক চললেও দূর-পাল্লার গাড়ী চলাচল বন্ধ রয়েছে। বিলম্বে হলেও ট্রেন চলছে। চোরাগোপ্তা হামলার আশংকায় দোকান-পাট,মিল-কারখানা বন্ধ রয়েছে। ব্যাংক-বীমা,স্কুল-কলেজ,অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি সংখ্যা কম। এএইচ


No comments:

Post a Comment