Sunday, January 18, 2015

৭১ রানে আয়ারল্যান্ডকে হারাল আফগানিস্তান:Time News

৭১ রানে আয়ারল্যান্ডকে হারাল আফগানিস্তান খেলাধুলা ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০৫:৩৩ দুবাই ত্রি-দেশিয় সিরিজে আয়ারল্যান্ডকে ৭১ রানের ব্যবধানে সহজেই হারিয়ে জয় তুলে নিলো আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি হয়। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে নাজিবুল
্লাহ জারদানের ব্যাট থেকে। ৫০ বলে ৭টি চার আর ৬টি ছক্কা হাঁকিয়ে তিনি করেন ৮৩ রান। এছাড়া অর্ধশত রান করেন সামিউল্লাহ সেনওয়ারি। আর ৪৪ রান করে সাজঘরে ফেরেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আশঘার স্তানিকজাই। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ও কেভিন ও’ব্রাইন তিনটি করে উইকেট তুলে নেন। ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইলিয়াম পোর্টারফিল্ডের দল ৪৩.৩ ওভারে ১৭৫ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন পল স্টারলিং। এছাড়া নেইল ও’ব্রাইন করেন ৩৩ রান। তবে, দলের পরাজয় এড়াতে কোনো ব্যাটসম্যান বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলে ৭১ রান দূরে থাকতেই ইনিংসের সমাপ্তি ঘটে আইরিশদের। ম্যাচ সেরা নির্বাচিত হন নাজিবুল্লাহ জারদান। ইআর    


No comments:

Post a Comment