Sunday, January 18, 2015

ওবামার জন্য ১৫ হাজার সিসি ক্যামেরা:Time News

ওবামার জন্য ১৫ হাজার সিসি ক্যামেরা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৭ জানুয়ারি, ২০১৫ ২২:৪৩:২৩ ভারতে আমেরিকার প্রেসিডেণ্ট বারাক ওবামার নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিল্লিতে উপস্থিত থাকবেন বারাক ওবামা। ২৪ জানুয়ারি তার ভারতে পৌঁছনোর কথা রয়েছে। ওবামার নিরাপত্তায় রাজধানী দিল্লিতে ১৫
হাজার সিসি ক্যামেরা বসানো হয়েছে। আজ (শনিবার)বিকেলে বেসরকারি হিন্দি নিউজ চ্যানেল ‘আজতক’ সুত্রে জানা গেছে, এনিয়ে মন্তব্য করতে গিয়ে দিল্লি হাইকোর্ট বলেছে, 'সরকার এটা অনেক দেরিতে করেছে। যখন বিদেশি রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার বিষয় এসেছে তখন সিসি ক্যামেরা লাগানো হলো; যদিও দেশের নাগরিকদের সুরক্ষার জন্য এরকম ব্যবস্থা করা হয়নি। যদি আমরা ভারতীয় নাগরিকদের জন্য এরকম ব্যবস্থা করার নির্দেশ দিই, তাহলে আপনাদের তা করতে মাস এমনকি বছরও লেগে যাবে। কিন্তু এখন এক সপ্তাহের মধ্যে এই কাজ হয়ে গেল!' এর আগে দিল্লি হাইকোর্টে আবেদন জমা পড়ে ২৬ জানুয়ারিতে ওবামার সফর উপলক্ষে দিল্লিতে যে ১৫,০০০ সিসিক্যামেরা লাগানো হয়েছে, তা যেন ২৬ জানুয়ারির পরে সরিয়ে ফেলা না হয়।  দিল্লি হাইকোর্ট শুক্রবার এনিয়ে কেন্দ্রীয় সরকার, দিল্লি রাজ্য সরকার এবং পুলিশকে নোটিশ জারি করে জানতে চেয়েছে ২৬ জানুয়ারির পরে এসব সিসিক্যামেরা সরিয়ে ফেলা হবে, না সেগুলো রেখে দেয়া হবে? ইআর


No comments:

Post a Comment