Saturday, January 10, 2015

ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়:Time News

ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয় স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১০ জানুয়ারি, ২০১৫ ১০:৫৪:২৫ রাজধানীর কমলাপুরে ঢাকা অভিমুখী ও বহির্মুখী ট্রেনের শিডিউলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। ঘন কুয়াশা, অবরোধ ও বিশ্ব ইজতেমার কারণে এই শিডিউল বিপর্যয় হয়েছে বলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী গণমাধ্যমকে জানান। তিনি জানান, ঘন কুয়াশা, অবরোধ ও ইজতেমা ছাড়াও কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন কেটে ফেলায় চ
ট্টগ্রাম লাইনেও বিপর্যয় ঘটেছে। সিতাংশু চক্রবর্তী ‍জানান, মহানগর প্রভাতী ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া কথা থাকলেও তা ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা ৪৫ মিনিট। এছাড়া একই রুটের অপর একটি ট্রেন দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা থাকলেও তা আসবে না। রংপুর এক্সপ্রেস নামে রংপুরগামী ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টায় ছাড়ার কথা থাকলে তা ছাড়বে রাত সাড়ে ১০টায়। দিনাজপুরগামী একতা এক্সপ্রেস সকাল ১০টার পরিবর্তে রাত সোয়া ১০টায় ছাড়বে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও, তা ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে বেলা সাড়ে ১১টা। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে যায়নি। ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানান তিনি। এছাড়া খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা বেলা ১১টার মধ্যে পৌঁছানোর শঙ্কা প্রকাশ করেছেন স্টেশন ম্যানেজার। এদিকে, ট্রেন শিডিউলে বিপর্যয়ের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হাজার হাজার যাত্রীকে লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। জেএ


No comments:

Post a Comment