খালেদার উপদেষ্টা দুদু গ্রেফতার স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ জানুয়ারি, ২০১৫ ২৩:০০:৫০ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। তিনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করেছেন। রাজধানীর পল্টন এলাকায় পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্যের মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা রয়েছে। এর আগে ৬ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় প্রেসক্লাব থেকে বেরুনোর পথেই তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ৮ জানুয়ারি বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকেও সংসদ সদস্য ছবি বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। অন্যদিকে গত বছরের ২৮ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে পুলিশ। তার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় থানা ও গোয়েন্দা পুলিশ। এর দুইদিন আগে ২৬ ডিসেম্বর নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। জেআই
No comments:
Post a Comment