অবরোধের ৩য় দিনের শুরুতেই ভাংচুর-ককটেল বিষ্ফোরণ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ জানুয়ারি, ২০১৫ ০৯:১৬:৪৩ রাজধানীর ডেমনা, উত্তরা, কাফরুল ও পল্লবীতে অবরোধের সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় অবরোধকারীরা ৩ টি গাড়ি ভাংচুর ও ৫ টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মিছিল করে ২০ দলীয় জোট ডেমরা থানা। শিবিরের কেন্দ্রীয় পরিক্লপনা সম্পাদক শাহিন আহমদ খান ও তৃনমূল বিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন ভুইঁয়া নান্টুর নেতৃত্বে রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ডেমরা রেনোভা হাসপাতাল থেকে শুরু হয়ে ফার্নিচার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে অন্যান্যের মাঝে আরো উস্থিত ছিলেন শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুঈনুদ্দিন মৃধা, জামায়াতের ডেমরা থানা আমির হাফিজুর রহমান প্রমুখ। এছাড়া সকাল ৭ টায় বিআরটিএ'র সামনে কাফরুল থানা জামায়াত মিছিল করে। এ সময় অবরোধকারীরা ৫ টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায় এবং ৩ টি গাড়ি ভাংচুর করে। এদিকে পল্লবীতে সাড়ে ৭ টায় মিছিল করে পল্লবী থানা জামায়াত। এ সময় নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়। সকাল ৮ টায় মিছিল করেছে জামায়াতে ইসলামী উত্তরা থানা। জামায়াত নেতা মনিরুল হক এবং মহিবুল্লাহ খানের নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি রেললাইন এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা মো. আইউব, মনোয়ার হোসেন, জাকিরুল ইসলাম, মো. জোবায়ের প্রমুখ। ইআর
No comments:
Post a Comment