Monday, January 12, 2015

বিএনপি দেশের স্বাধীণতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না: হাসিনা:Time News

বিএনপি দেশের স্বাধীণতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না: হাসিনা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ জানুয়ারি, ২০১৫ ১৬:৫১:১৫   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কখনই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বঙ্গবন্ধুরস্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৬ স
াল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, দেশ পিছিয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি দেশকে জঙ্গিবাদ, মানিলন্ডারিং ও দুর্নীতির দেশে পরিণত করেছিল। শেখ হাসিনা বলেন, ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই স্বাধীনতার সঠিক ইতিহাস মানুষ আবারও জানতে পারে। তিনি বলেন, ২১ বছর বাংলাদেশের জনগণ দু:সহ যন্ত্রনা ভোগ করেছে। যেই রাজাকাররা দেশের মা-বোনদের ধর্ষণ করেছিল, পাকিস্তানীদের সাথে এক হয়ে দেশে গণহত্যা চালিয়েছিল, তাদেরকে দেশে পুনর্বাসিত করেছিল জিয়াউর রহমান। লাখো শহীদের রক্তের সাথে বেঈমানী করা হয়েছিল। তিনি আক্ষেপ করে বলেন, যেই আদর্শ নিয়ে, যেই লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে দেশকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর একটার পর একটা সামরিক অভুত্থান হয়েছে। বেশ কতগুলো কু হয়েছে। কেবি


No comments:

Post a Comment