Wednesday, January 7, 2015

র‌্যাব হবে হাইটেক বাহিনী:Time News

র‌্যাব হবে হাইটেক বাহিনী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৭ জানুয়ারি, ২০১৫ ১৫:৫৩:৪৭ র‌্যাবকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ হাইটেক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্থাটির নব নিযুক্ত মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। বুধবার দুপুর একটায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হেড কোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্ব
াভাবিক রাখতে র‌্যাবের যে প্রযুক্তি আছে, তার সঙ্গে আরো আধুনিক প্রযুক্তি যোগ করা হবে। তিনি বলেন, একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে রিভিউ করাসহ সব ধরনের পরিবর্তন করা হবে; যাতে করে র‌্যাব উপমহাদেশের মধ্যে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়। জঙ্গীবাদ সন্ত্রাসবাদ দমন করার হবে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাস ও সংগঠিত অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে কাজ করাই আমার প্রধান লক্ষ্য হবে। র‌্যাব সাধারণ ‘জনগণের ফোর্স’ উল্লেখ বেনজীর আহমেদ বলেন, সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে আস্থা অর্জন করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে র্যাতব কাজ করছে। র‌্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু রাজনীতিবিদ আছেন, যারা সবকিছুই রাজনৈতিকভাবে চিন্তা করেন। তাদের কথায় কান না দিয়ে র‌্যাব নিজের কাজটা করে যাবে। বিভিন্ন সময় র‌্যাবের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাবের কোনো সদস্য যদি কোনো অপরাধ করেন, তার দায়-দায়িত্ব তাকে নিজেকেই নিতে হবে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। জেআই


No comments:

Post a Comment