সোহরাওয়ার্দী উদ্যানের পথে নেতাকর্মীরা, আসছেন প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ জানুয়ারি, ২০১৫ ১৩:২৭:৪৯ স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রীতম সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকাল ২টায় শুরু হবে এ সমাবেশ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন। এ উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত নেতাকর্মীরা সকাল ১১ টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় এসে জড়ো হচ্ছেন। এছাড়াও বর্তমানে ঢাকার আশপাশের এলাকা থেকেও নেতাকর্মীরা আসছে। আগত নেতাকর্মীদের হাতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সংকবিলত প্লাকার্ড, ব্যানার, ফেষ্টুন। এমআর/ এআর
No comments:
Post a Comment