ফখরুলের ১০ দিনের রিমান্ড আবেদন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৭ জানুয়ারি, ২০১৫ ১৫:০৪:৩৬ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জেআই
No comments:
Post a Comment