Monday, January 19, 2015

দেশব্যাপী চলছে ব্যাপক ধরপাকড়:Time News

দেশব্যাপী চলছে ব্যাপক ধরপাকড় ডেস্ক রিপোর্টর টাইম নিউজ বিডি, ১৯ জানুয়ারি, ২০১৫ ০৩:৩৩:২৫ সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৪তম দিনে বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল, সন্দেহভাজন এবং বাসায় অভিযান চালিয়ে তাদর আটক করা হয়। খুলনা : কেএমপির মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান (মিঠু) জানান, খুলনায় বিশেষ অভিযান চালিয়ে বিএন
পি ও ছাত্রদলের ৯ জনসহ ৩২ জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধে নিয়মিত মামলার আসামি ২৩ জন এবং নাশকতার আশঙ্কায় বিএনপি ও ছাত্রদলের ৯ জন রয়েছে। নড়াইল : নাশকতার আশঙ্কায় জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মহতসহ ২৯জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বিএনপি নেতা মোহাম্মদ হোসেন মহতসহ ২৯ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।   নোয়াখালী: নোয়াখালীতে রোববার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে বিএনপির ১৪ জন ও জামায়াতের একজন রয়েছে। চট্টগ্রাম : পুলিশের চলমান বিশেষ অভিযানে চট্টগ্রামের কয়েকটি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করে জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া এবং সীতাকুণ্ড উপজেলার পৃথক পৃথক ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১০ জন এবং বিএনপির তিনজন কর্মী রয়েছে। সুনামগঞ্জ: সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে জামায়াত ও বিএনপির ৯ কর্মী-সমর্থকসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এমকে    


No comments:

Post a Comment