Saturday, January 10, 2015

ধর্মীয় নেতা আবু হামজার আজীবন কারাদণ্ড:Time News

ধর্মীয় নেতা আবু হামজার আজীবন কারাদণ্ড ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ জানুয়ারি, ২০১৫ ১০:৩১:০৬ ১১ পর্যটককে অপহরণ ও সন্ত্রাসবাদের দায়ে ব্রিটিশ ধর্মীয় নেতা আবু হামজার আজীবন কারাদণ্ড দিয়েছেন এক মার্কিন আদালত। এ সময় বিচারক আবু হামজার অপরাধকে ‘খারাপ’ ও ‘বর্বর’ বলে অভিহিত করেছেন। উত্তর লন্ডনের ফিনসবারি পার্ক মসজিদের ইমাম থাকাকালে আবু হামজা মার্কিন বিরোধী মতবাদ প্রচার করতেন বলে অভিযোগ করেছে। জীবন
ের বাকিটা সময় কারাগারে না কাটানোর জন্য শুক্রবার মার্কিন আদালতে প্রমাণ উপস্থাপনের শেষ সুযোগ ছিল আবু হামজার। অবশ্য আটমাস আগে নিউ ইয়র্কের ফেডারেল জুরি সন্ত্রাসবাদের অভিযোগে আবু হামজাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে ১৯৯৮ সালে ইয়েমেনি বিদ্রোহীদের কাছে স্যাটেলাইট ফোন সরবরাহ ও পশ্চিমা পর্যটকদের অপহরণের পরামর্শ দেয়ার অভিযোগও প্রমাণিত হয়। সে সময় উদ্ধার অভিযানে চারজন অপহৃত নিহত হন। এছাড়া যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য দু’জন অনুসারী পাঠানো এবং আফগানিস্তানে আল কায়েদা ও তালেবানকে সাহায্য করার জন্য একজন সহযোগী পাঠানোর অভিযোগও প্রমাণিত হয় এক চোখ অন্ধ ও এক হাত হারানো এই ধর্মীয় নেতার বিরুদ্ধে। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে আসার আগে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার জন্য ব্রিটেনে আট বছর কারাভোগ করেছিলেন আবু হামজা। সূত্র : এএফপি, রয়টার্স। কেএইচ  


No comments:

Post a Comment