সারাদেশে বিরোধী জোটের হরতাল চলছে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৫ জানুয়ারি, ২০১৫ ০৮:৩৪:০৯ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ২০ দলীয় জোটের হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ১২ ঘণ্টার এই সর্বাত্মক হরতাল পালন করবে বিরোধী জোট। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে ২৪ ঘণ্টার হরতালআহবান করেন। পরে বুধবার রুহুল কবির রিজভী আরেক বিবৃতিতে হরতালের সময় কমিয়ে ১২ ঘণ্টা পালনের ঘোষণা দেন। এদিকে হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার সময় গুলশানে হোটেল ওয়েস্টিনের পাশে রিয়াজ রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা রিয়াজ রহমানকে গুলিবিদ্ধ করে ও তার গাড়িতে আগুন দেয়। বর্তমানে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এআর
No comments:
Post a Comment