ইইউর বিবৃতি গণতন্ত্র সংকুচিত হওয়ায় উদ্বেগ, ‘প্রকৃত সংলাপের’ আহ্বান নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সংকুচিত হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা গণতন্ত্র শক্তিশালী করার জন্য সব পক্ষকে ‘প্রকৃত সংলাপে’ বসার আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মত বিনিময়কালে এ আহ্বান জানানইইউ রাষ্ট্রদূতরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মন্ত্রী ওই রাষ্ট্রদূতদের দেশের বর্তমান পরিস্থিতি এবং গত এক বছরে সরকারের কার্যক্রম সর্ম্পকে জানানোর জন্য এক ব্রিফিং এর আয়োজন করেন। রুদ্ধদ্বার ব্রিফিং-এ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ডেনমার্ক, সুইডেন, ইতালী, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড ও জার্মানির রাষ্ট্রদূতরা অংশ নেন। ব্রিফিং-এ পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে ইউরোপীয় ইউনিয়নের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। অব্যাহত সহিংসতায় অনেকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা এবং সম্পদের ক্ষতিসাধনে উদ্বেগ প্রকাশ করেন তারা। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং বুধবার সকালে রংপুরে যাত্রীবাহী বাসে আক্রমণের ঘটনায় ৪ জন নিহত ও অনেকে আহত হওয়ার কথা বৈঠকে বিশেষভাবে তুলে ধরা হয়। তারা এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সংকুচিত হয়ে পড়ায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন। সংস্থাটির মিশন প্রধানরা বলেছেন, সভা-সমাবেশ, চলাফেরা এবং মত প্রকাশের স্বাধীনতা জলাঞ্জলি নিয়ে শান্তি ও স্থিতিশীলতা পুনর্বহালের চেষ্টা কাংখিত নয়। মিশন প্রধানরা বলেছেন, সহিংসতা থেকে বিরত থাকতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সব পক্ষের মধ্যে ‘প্রকৃত সংলাপ’ আয়োজন প্রয়োজন। মন্তব্য
No comments:
Post a Comment