Thursday, January 8, 2015

তারেক লাদেনের মতো সন্ত্রাসী: হানিফ:Time News

তারেক লাদেনের মতো সন্ত্রাসী: হানিফ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ জানুয়ারি, ২০১৫ ১২:৫০:৫৫ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের মত সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ১০ জানয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে স্বদেশ প্রত্যাবর্তন দি
বসের সমাবেশ সফল করার লক্ষে সেচ্ছাসেবক লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। হানিফ বলেন, তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এ জন্য আমি আদালতকে ধন্যবাদ জানাই। তবে এ নিষেধাজ্ঞা করার পর খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ওসামা বিন লাদেনও ভিডিও বার্তার মাধ্যমে সারা পৃথিবীতে খবর পাঠিয়েছে। তাহলে তারেক রহমান পারবে না কেন? তিনি আরও বলেন, প্রায়াত এই আন্তর্জাতিক সন্ত্রাসীর সঙ্গে তারেক রহমানের সঙ্গে তুলনা করে খন্দকার মাহবুব হোসেন প্রমাণ করেছে, তাদের নেতা সন্তাসী ও বিএনপি একটি সন্ত্রাসীর সংগঠন। এই সত্য কথা প্রকাশের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের এ নেতা বলেন, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সারাদেশে যে সহিংসতা হচ্ছে, এর দায়ভার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকেই নিতে হবে। কারণ গত এক মাস আগে আমরা ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচিকে নস্যাৎ করতেই বিএনপি ওইদিন পাল্টা কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আপনি আন্দোলন করছেন না। কিছু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে চোরাগোপ্তা হামলা করছেন। অনুগ্রহ করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওসারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেব নাথ প্রমুখ। এমআর/ এআর


No comments:

Post a Comment