
বলেন, অবরোধের মধ্যে সেলিনা কদমতলীতে দায়িত্ব পালন করছিলেন। দুপুরের খাবার খেতে একটি অটোরিকশায় করে থানার দিকে যাচ্ছিলেন তিনি। ওই অটোরিকশায় তার সঙ্গে আরো এক নারী ছিলেন। অটোরিকশাটি নাজিরাবাগে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এসপি হাবিব। এর আগে ভোর ৬টার দিকে ফকিরাপুলে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে ট্রাকের ধাক্কায় দুই নারী পুলিশ নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন নারী পুলিশ সদস্য। মন্তব্য
No comments:
Post a Comment