Sunday, January 11, 2015

চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন: রিজভী:Time News

চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন: রিজভী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ জানুয়ারি, ২০১৫ ১৫:৩১:৪৭ অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানাচ্ছি, অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন। এই কর্মসূচি চলবে।’ রোববার দুপুরে গুলশানে এক বাসায় সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। গত সোমবার গুল
শানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। বিশ্ব ইজতেমার সময়ে বিএনপির অবরোধ কর্মসূচি ডাক দেওয়ায় ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দলের একজন উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ কর্মসূচি দিয়ে নাকি ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের কথা শুনে বিস্মিত হতে হয়।’ তিনি বলেন, ‘যারা কিনা হেফাজতের সমাবেশে কোরআন মুখস্ত পড়া ছেলেদের নির্বিচারে হত্যা করেছে, যাদের গণজাগরণ মঞ্চের একজন ব্লগার রাসূল (সা.) বিরুদ্ধে কটূক্তি করে, যাদের দলের একজন মন্ত্রী আল্লাহ, মহানবী (সা.), তাবলিগ জামাত ও আল্লাহ সম্পর্কে বাজে কথা বলার পরও তাকে কারাগারে জামাই আদরে রাখা হয় তারা আজ ইসলামের সেবক সেজেছে।’ বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রবাদ আছে-সাড়ে ৭’শ ইঁদুর খেয়ে বিড়াল চলে তীর্থে। আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে তেমন। এরা বক ধার্মিক সেজেছে। এরা ভন্ড, প্রতারক। তারা মিথ্যা অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে আমাদের সর্তক থাকতে হবে।’ এফবিবিসিআইয়ের প্রধানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এফবিবিসিআইয়ের প্রেসিডেন্ট বলেছেন, অবরোধ ও হরতাল বন্ধে আইন প্রণয়ন করা উচিত। শুধু নির্দেশিত হয়ে কথা বলা উচিত নয়।’ উনি তো গুপ্ত হত্যা, গুম, খুন বন্ধের কথা বলেননি। উনাদের উচিত এমন একটি উদ্যোগ নেওয়া-যাতে দেশে স্থিতিশীল, শান্তি বজায় থাকে। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রিজভী। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এমএইচ/জেআই


No comments:

Post a Comment