Monday, January 19, 2015

সাত দিনের মধ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছি: হানিফ:RTNN

সাত দিনের মধ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছি: হানিফ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন    ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে সকল প্রকার সন্ত্রাস নির্মূল করে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছি।   সোমবার দুপুরে রাজধানীর শাহাবাগে এক মানববন্ধনে তিনি এই প্রতিশ্রুতি দেন। বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধের প্রতিবাদে এই মানবন্ধনের আয়
োজন করে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ(সাচিব)। হানিফ বলেন, আমরা কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে দেশে দেশে চলমান সকল সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সারাদেশে যারা নাশকতা ও সন্ত্রাস করছে তাদের খুজে বের করে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। এসময় তিনি বলেন, নাশকতায় যারা ইন্ধন যুগিয়েছে তারা বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের যে পর্যায়ের নেতাই হোক না কেন সকলকে হুকুমের আসামী করে বিচারের আওতায় আনা হোক। হানিফ বলেন, বিএনপি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন কোনো সন্ত্রাস হয়নি।যখনই খালেদা জিয়া জামায়াতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছেন তখন থেকেই দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাস শুরু হয়েছে। খালেদা জিয়ার অবরুদ্ধ থাকাকে নাটক মন্তব্য করে তিনি বলেন, ৫ তারিখ থেকে তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকার নাটক শুরু করেছেন। তাকে অবরুদ্ধ রাখার অজুহাতে সারাদেশে অবরোধ ডাকা হয়েছে আর যখন সাধারণ মানুষ এটাকে প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে, তখন খালেদা জিয়ার নেতৃত্বে সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা মেরে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।   মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুল হক ফকির, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন খান জালালসহ সাচিব নেতারা। মন্তব্য      


No comments:

Post a Comment