্টাইলে ছবির কথা উল্লেখ করেননি তিনি। সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইসলাম বিরোধী বড় বড় সমাবেশ করেছে কুখ্যাত পেগিডা, গত অক্টোবরে যেটি প্রতিষ্ঠা করেছেন এই ব্যাচম্যান। তবে পেগিডার বিরুদ্ধে জার্মান সরকার কড়া অবস্থান নিয়েছে। জার্মানসহ ইউরোপে ইসলামের প্রসার রোধ করার দাবি জানাচ্ছে পেগিডা। পেগিডা শব্দের অর্থ ‘পাশ্চাত্যে ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমিক ইউরোপীয়রা’। জার্মানির ডানপন্থী সংগঠন, মূলধারার রক্ষণশীল রাজনৈতিক দল এবং নব্য নাৎসীরা একে সমর্থন দিচ্ছে। পদত্যাগের ঘোষণা দিয়ে জার্মান পত্রিকা বিল্ডকে ব্যাচম্যান বলেন, ‘হ্যাঁ, আমি বোর্ড থেকে পদত্যাগ করছি।’ সূত্র: বিবিসি মন্তব্য
Thursday, January 22, 2015
জার্মানির বিতর্কিত ইসলামবিরোধী নেতার পদত্যাগ:RTNN
জার্মানির বিতর্কিত ইসলামবিরোধী নেতার পদত্যাগ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন বার্লিন: জার্মানির ইসলাম বিরোধী সংগঠন পেগিডার প্রতিষ্ঠাতা পদত্যাগ করেছেন। উদ্বাস্তু বিরোধী মন্তব্য করা এবং হিটলারের বেশে ছবির জন্য পোজ দেয়া নিয়ে বিতর্কের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিতর্কিত নেতা লুৎজ ব্যাচম্যান। পদত্যাগের আগে ফেসবুকে উদ্বাস্তুদের ‘পশু’ এবং ‘ব্যবহৃত কনডম’ বলে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও হিটলারের স
্টাইলে ছবির কথা উল্লেখ করেননি তিনি। সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইসলাম বিরোধী বড় বড় সমাবেশ করেছে কুখ্যাত পেগিডা, গত অক্টোবরে যেটি প্রতিষ্ঠা করেছেন এই ব্যাচম্যান। তবে পেগিডার বিরুদ্ধে জার্মান সরকার কড়া অবস্থান নিয়েছে। জার্মানসহ ইউরোপে ইসলামের প্রসার রোধ করার দাবি জানাচ্ছে পেগিডা। পেগিডা শব্দের অর্থ ‘পাশ্চাত্যে ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমিক ইউরোপীয়রা’। জার্মানির ডানপন্থী সংগঠন, মূলধারার রক্ষণশীল রাজনৈতিক দল এবং নব্য নাৎসীরা একে সমর্থন দিচ্ছে। পদত্যাগের ঘোষণা দিয়ে জার্মান পত্রিকা বিল্ডকে ব্যাচম্যান বলেন, ‘হ্যাঁ, আমি বোর্ড থেকে পদত্যাগ করছি।’ সূত্র: বিবিসি মন্তব্য
্টাইলে ছবির কথা উল্লেখ করেননি তিনি। সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইসলাম বিরোধী বড় বড় সমাবেশ করেছে কুখ্যাত পেগিডা, গত অক্টোবরে যেটি প্রতিষ্ঠা করেছেন এই ব্যাচম্যান। তবে পেগিডার বিরুদ্ধে জার্মান সরকার কড়া অবস্থান নিয়েছে। জার্মানসহ ইউরোপে ইসলামের প্রসার রোধ করার দাবি জানাচ্ছে পেগিডা। পেগিডা শব্দের অর্থ ‘পাশ্চাত্যে ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমিক ইউরোপীয়রা’। জার্মানির ডানপন্থী সংগঠন, মূলধারার রক্ষণশীল রাজনৈতিক দল এবং নব্য নাৎসীরা একে সমর্থন দিচ্ছে। পদত্যাগের ঘোষণা দিয়ে জার্মান পত্রিকা বিল্ডকে ব্যাচম্যান বলেন, ‘হ্যাঁ, আমি বোর্ড থেকে পদত্যাগ করছি।’ সূত্র: বিবিসি মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment