
করছেন না। তাকে সমবেদনা জানাতে গিয়ে দেখা করতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েও তার সাক্ষাৎ পাননি। তিনি জানান, খালেদা অসুস্থ। তিনি ঘুমিয়ে আছেন। এছাড়া সমবেদনা জানাতে যাওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও খালেদার সাক্ষাৎ পাননি। কেবল শোক বইয়ে সই করেই কার্যালয় ছাড়েন তারা। বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘প্রিয় সন্তানের মৃত্যুতে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন তিনি। এর মধ্যে বাসে আগুন দেয়ার মামলায় তাকে আসামি করা হয়েছে। বুঝতেই পারছেন তার মনের অবস্থা।’ তিনি জানান, পরিবারের ইচ্ছা আরাফাত রহমান কোকোকে মঙ্গলবার দেশে এনে জানাজার পর ঢাকার দাফন করার। কোকোর ছোট মামা শামিম ইস্কান্দার এজন্য মালয়েশিয়া রওনা হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ১২টার (মালয়েশিয়া সময় ২টা) মারা যান বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। দুই কন্যা সন্তানের বাবা আরাফাত রহমান কোকোর মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। দেশ ছাড়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি কুয়ালালামপুর থাকতেন। মন্তব্য
No comments:
Post a Comment