Thursday, January 8, 2015

ফিশপ্লেট তোলায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন বন্ধ:RTNN

ফিশপ্লেট তোলায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন বন্ধ নিজস্ব প্রতিনিধি আরটিএনএন জয়পুরহাট: জয়পুরহাটের উড়ি ব্রিজ এলাকায় রেল লাইনের ফিশপ্লেট তুলে ফেলায় জেলাটির সঙ্গে ঢাকা ও রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে জয়পুরহাট রেল স্টেশনের দেড় কিলোমিটার দক্ষিণে ২৭৯ নং উড়ি ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের যে লাগাতার অবরোধ চ
লছে, এই কর্মসূচির সমর্থকরা এই ফিশপ্লেট তুলে ফেলেছে। তবে বিষয়টি আগেই রেল কর্তৃপক্ষকে অবহিত করায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৪২ ফিট জায়গার রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলায় লাইনটি একদিকে হেলে পড়েছে। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা তুলে ফেলা আটটি প্যান্ডেল ক্লিপ ঘটনাস্থল থেকে উদ্ধার করলেও দুটি ফিশপ্লেট এখনো উদ্ধার করতে পারেনি। রেলওয়ের জয়পুরহাট স্টেশন মাষ্টার নুরুল ইসলাম জানান, ফিশপ্লেট ও প্যান্ডেল ক্লিপ তুলে ফেলার কারণে বরেন্দ্র, দ্রুতযান ও তিতুমীর এক্সপ্রেস নামক তিনটি ট্রেন অপক্ষেমান রয়েছে। রেলওয়ে হিলি স্টেশনের তত্ত্বাবধায়ক আবদুস সালাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। বেলা ১০/১১টার মধ্যেই মেরামত করে রেল যোগাযোগ স্বাভাবিক করা যাবে বলে আশা করছি। এর আগে বুধবার রাত সোয়া নয়টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় রেললাইনের ফিশপ্লেট তোলার সময় সরঞ্জামসহ দুইজনকে আটক করে পুলিশ। মন্তব্য      


No comments:

Post a Comment