সুপ্রিমকোর্টে বোমাতঙ্ক, নিরাপত্তা জোরদার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সুপ্রিমকোর্টে বোমাসদৃশ বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয় স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। আর সপ্রিমকোর্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে রবিবার দুপুরে হাইকোর্টের ৯ নং আদালতের ভেতরে বইয়ের মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অ্যানেক্স ভবনের এই আদালতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমাসদৃশ বস্তটি একটি বই কেটে তার ভেতরে বসানো রয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার আবদুল হাসিব খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বেঞ্চের বিচারপতিরা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর ফাঁকা এজলাস কক্ষের পেছনের বেঞ্চে বইটি দেখা যায়। বইটি খুলে সেখানে তার মাঝখানে পাতা কেটে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তুটি দেখা যায়। তিনি জানান, এ ঘটনার পর দ্রুত এজলাস কক্ষ থেকে সবাইকে সরিয়ে নিয়ে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের বোমা অপসারণ দল এসে সেটি পরীক্ষা করে দেখছে বলেও জানান আবদুল হাসিব। মন্তব্য
No comments:
Post a Comment