Thursday, January 15, 2015

বিএনপি জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলছে:RTNN

বিএনপি জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলছে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুরু হয়ে এই হরতাল চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বিরোধী জোটের লাগাতার অবরোধের মধ্যে এই হরতাল পালিত হচ্ছে। হরতাল ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বি
এনপির নয়াপল্টন কেন্দ্রীয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান করছে। হরতালে রাজধানী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না। বাইরে থেকেও কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করছে না। রেল চললেও তাতে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। গত মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে তার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে অজ্ঞাতরা গুলি করে আহত করে। মঙ্গলবার রাতেই ২৪ ঘণ্টা হরতালের ঘোষণা দেওয়া হয়। পরে বুধবার দুপুরে সেটি কমিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ১২ ঘণ্টা পালনের আহবান জানান। মন্তব্য      


No comments:

Post a Comment