Thursday, January 8, 2015

তালামুক্ত হলো খালেদার কার্যালয়:RTNN

তালামুক্ত হলো খালেদার কার্যালয় নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গুলশানে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে পুলিশ এই তালা খুলে দেয়, যেটি তারা লাগিয়েছিল গত রবিবার সকালে। এছাড়া ওইদিন কার্যালয় থেকে বের হওয়ার সব সড়কের মুখে ১৩টি বালু ও ইটভর্তি ট্রাক দিয়ে খালেদা জিয়াকে পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিতে যেতে বাধা দ
েয়া হয়। মন্তব্য      


No comments:

Post a Comment